
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনা সদর থেকে ৩ টি বড় আকারের গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার, (হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম এর নেতৃত্বে উপজেলা সদরের মৃত ইমান আলীর ছেলে মো. খোকনের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো.খোকন (২৮) পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
(হোমনা-মেঘনা সার্কেল) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, গোপন সংবাদ পেয়ে আমি ফোর্স নিয়ে খোকনের বাড়িতে অভিযান চালিয়ে ৩ টি বড় আকারের গাঁজাগাছ উদ্ধার করি। বাড়ির মালিক খোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং খোকনকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোমনা-মেঘনায় মাদক,জুয়া, চুরি ও ডাকাতিসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
প্রসঙ্গত, সিনিয়র সার্কেল এএসপি মো. ফজলুল করিম হোমনায় যোগদানের পর থেকে নিজে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত জুয়ারী, চোর, ডাকাতসহ অনেক অপরাধীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছেন।সম্প্রতি তিনি তার ব্যবহৃত ফেসবুকে সর্বসাধারণের নিকট থেকে অপরাধীদের তথ্য চেয়ে একটি পোস্ট করেছেন। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখারও নিশ্চয়তা প্রদান করেছেন।