মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে একশ’ পিস শীতের পোশাক বিতরণ করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পক্ষ থেকে আজ মঙ্গলবার দুপুরে মধ্যকান্দি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদনের ছাত্র এবং এতিম শিশুদের মাঝে শীতের এই পোশাক (সোয়েটার) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক আইয়ুব আলী, কাউন্সিলর আবুল কালাম আজাদ, ইউনিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রকিবুল ইসলাম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল বাসার প্রমুখ।