আইযুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় পশ্চিম পাড়ার হরিদাসকে মাদক দ্রব্য সেবন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে হোমনা পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় অভিযান চালিয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর আদালত এ রায় দেন । হরিদাস হোমনা পশ্চিম পাড়ার মৃত আশুতোষ পোদ্দারের ছেলে। এ সময় থানার এসআই শামীম আহমেদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, হরিদাস দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়। পরে অপরাধী নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপরোক্ত সাজা প্রদান করা হয় এবং পরবর্তীতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।