মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশার (রা.) নামে অ’বমাননাকর বক্তব্যের প্রতিবাদে “বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর, বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান” শ্লোগানে কুমিল্লার হোমনায় বি’ক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ মুসুল্লিদের অংশগ্রহণে ওলামা মাশায়েখ ও তাওহিদী জনতা।
সম্প্রতি প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)কে নিয়ে অ’বমাননা-অ’পমাননাকর মন্তব্য করে ভারতের ক্ষমতাশীল বিজেপি’র নেতা নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিল জিন্দাল টুইট করার পর বিষটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরই প্রতিবাদে আজ রোববার সকালে ৭ দফা দাবিতে বি’ক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বি’ক্ষোভ মিছিলটি হোমনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাশীল বিজেপি’র দুই নেতা নূপুর শর্মা ও নাভিল জিন্দাল যে মন্তব্য করেছে তা ন্যা’ক্কারজনক। আমরা তাদের এ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সমাবেশে ৭ দফা দাবি উল্থাপন করেন আজকের সমাবেশের সভাপতি মাওলানা মুফতি নুরুজ্জামান। ৭ দফা দাবিসমুহ হলো-বাংলাদেশের পবিত্র সংসদে নিন্দা প্রস্তাব আনা, নূপুর শর্মা ও নাভিল জিন্দালের শাস্তির জন্য চাপ প্রয়োগ করা, ভারতীয় পণ্য বর্জন করা, বাংলাদেশে ভারতের কোনো লোক কর্মরত থাকলে তাদেরকে ফেরত দেওয়া, নবীজীর মহব্বতে আন্দোলনে শরিক হয়ে শহিদ হলে হ’ত্যাকারীদের শাস্তির দাবি, বিশ্বের যেকোনো দেশে নবীজীর মহব্বতে আন্দোলনে শরিক হয়ে যারা গ্রে’ফতার হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া ও ভারতকে মুসলিম উম্মার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে ভারতের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছি’ন্ন করতে হবে।
সমাবেশে মাওলানা মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আ. মোতালিব খান, মাওলানা আ. আউয়াল, মাওলানা ইব্রাহিম, মাওলানা সামসুল হক , মাওলানা আ. সাত্তার , মাওলানা মাইনুদ্দিন, মাওলানা রফিক প্রমুখ।