আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় কেক কেটে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ হোমনা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার এমপি মহোদয়ের স্থানীয় রাজনৈতিক কার্যালয়ের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী ।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ হোমনা উপজেলা শাখার আহবায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনার সভাপতিত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, উপজেলা মহিলা আ’লীগ সেক্রেটারী পারুল আক্তার, মহিলা আ’লীগ নেতা শাহীনুর আক্তার, সাহিদা বেগম, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।