
আইয়ুুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণের মাঝে বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে । উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের অর্থায়নে আজ রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুজিববর্ষ উদযাপনের গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ১ লক্ষ গাছের চারা রোপণের লক্ষে উৎপাদন পরবর্তী চারা বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উপজেলা সামাজিক বন বিভাগের সহযোগিতায় পর্যায়ক্রমে এই চারা বিতরণ কার্যক্রম চলবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, মো. জসীম উদ্দিন সওদাগর, মো. নাজিরুল হক ভুইয়া, মো. তাইজুল ইসলাম মোল্লা ফরেস্টার মো. ফজলে রাব্বী সরকার ও আ’লীগ নেত্রী সাহিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন ।