মো. আক্তার হোসেন, হোমনা, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম ও ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।