ক্রাইম পেট্রোল ডেস্ক:
কুমিল্লার হোমনায় নবাগত ওসি মো. জাবেদ উল ইসলামের দিক নির্দেশনায় দেশীয় অ’স্ত্রসহ মাথাভাংগা ইউপি সদস্য শাহ আলীকে(৩৫) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে মাথাভাংগা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই ইহসানুল হাসান ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সাকিনে গ্রেফতার শাহ আলী প্রকাশ শাহ আলী মেম্বারের বিল্ডিংয়ের এর ভিতরে ০১ জন লোক দেশীয় অ’স্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ ১৯ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে হোমনা থানাধীন ০১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সাকিনে ধৃত শাহ আলী প্রকাশ শাহ আলী মেম্বারের বিল্ডিংয়ের এর ভিতরে প্রবেশ করে আসামী শাহ আলী প্রকাশ শাহ আলী মেম্বার (৩৫), পিতা-সেলিম মুন্সি প্রকাশ সেলিম মিয়া, মাতা-তাহেরা বেগম, গ্রাম-ছয়ফুল্লাকান্দি, ১নং মাথাভাঙ্গা ইউপি, থানা-হোমনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদে ও দেখানো মতে তার বসত বিল্ডিংয়ের তার শয়ন কক্ষের ভিতরে তল্লাশী করে খাটের নীচ থেকে ১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ, ১টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের হাতলযুক্ত চাপাতি, ৪টি লোহার চল, ২টি সুইচ গিয়ার স্টিলের চাকু, ৩টি চাকু, ১টি ঐবীড় বেড, ১টি কাঠের হাতল যুক্ত পাট্টা এবং ১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল সেট গ্রেফতার আসামীর বালিশের পাশ থেকে উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আজ ১৯/০৯/২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৫:১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।উক্ত ঘটনায় এসআই ইহসানুল হাসান বাদী হয়ে এজাহার দায়ের করলে হোমনা থানার মামলা নং-০৬, তারিখ-১৯/০৯/২০২৪খ্রিঃ ধারা- দি আমর্স অ্যাক্ট ১৮৭৮ এর ১৯ (ভ) রুজু হয়। এসআই মো. তৌহিদুল ইসলাম মামলাটি তদন্ত করবেন।
হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. জাবেদ উল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অ’স্ত্রসহ ছয়ফুল্লাকান্দি মাথাভাংগা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অপরাধী যে-ই হোক কাউকে ছাড় দেয়া হবে না।’