মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।
স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কমান্ডার এম অলিউল্লাহ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও উপ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমদ এমপি বলেন, দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এক একটি চন্দ্র। আজ কৃতী শিক্ষার্থীদের উপস্থিতি পুরো উপজেলাকে আলোকিত করেছে। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, টাকার অভাবে যারা পড়াশোনা করতে পারছেন না- বিদ্যালয়ের এমন দরিদ্র ছাত্র-ছাত্রীদের বছরের বেতন পরিশোধ করে তাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার সহযোগিতায় উপস্থিত ধনাঢ্য ব্যক্তিদের অবদান রাখার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য ক্যান্টিন স্থাপনের কথাও বলেন। সংসদসদস্য সেলিম আহমদ বিদ্যালয়কে জাতীয়করণের জন্য শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডিএমপি’র ( ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম, অধ্যাপক ড. মনিরুজ্জামান সরকার, উপসচিব এসএম নজরুল ইসলাম, প্রকৌশলী মকবুল হোসেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মো. জাহিদুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের উত্তরীয় পরানোসহ সম্মাননা প্রদান এবং বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। পরে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।