মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ>>
কুমিল্লার হোমনায় ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ৩ অক্টোবর, বৃহস্পতিবার রাত প্রায় ১ টায় উপজেলার ঘাড়মোড়া বাজার থেকে ছিনাইয়াগামী সড়কের শাহজাহান চেয়ারম্যানের বাড়ীর সামনে দেশীয় অ’স্ত্র-সস্ত্রসহ সজ্জিত হয়ে ডা’কাতির প্রস্তুতকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডা’কাতির কাজে ব্যবহ্নত ২টি রা’মদা,১টি লোহা কাটার কাঁ’চি,১টি চাইনিজ কু’ড়াল,২টি লোহার র’ড ও ১টি কাভার্ডভ্যান (যার নং- ঢাকা মেট্রো-ন-১৭-৪৬৪৫) উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আইনুল হক (৩২),নরসিংদী সদর উপজেলার শান্তিভোলা গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র মো. আমির হোসেন (৩৫),একই জেলার বাখরনগর গ্রামের মো. হোসেন মিয়ার পুত্র মো. কামাল উদ্দিন (৩৫),কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মটকিরচর গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র শান্ত মিয়া (৩১) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আলীয়ার গ্রামের মৃত রমজান আলীর পুত্র কাভার্ডভ্যান চালক স্বপন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার ঘাড়মোড়া বাজার থেকে ছিনাইয়াগামী সড়কের শাহজাহান চেয়ারম্যানের বাড়ীর সামনে দেশীয় অ’স্ত্র-সস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ডা’কাতির প্রস্ততিকালে হোমনা থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. সাইফুল ইসলাম ও পিএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অ’স্ত্র ও কাভার্ডভ্যানসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডা’কাতদের বিরুদ্ধে একটি ডা’কাতির মামলা দায়েরের পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘ মান্যবর এসপি স্যারের নির্দেশ মোতাবেক হোমনাকে অপরাধমুক্ত রাখতে চু’রি, ডা’কাতি, ছি’নতাই, স’ন্ত্রাসী, চাঁ’দাবাজি, মা’দক ও জু’য়াড় সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’