
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন পরিচালিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবসার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদস্য মো. জহিরুল হক (জহর), সংবর্ধিত ও বিদায়ী সদস্য মো. রুহুল আমিন, সদস্য ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিদুল হক দেওয়ান, সদস্য মো. মুজিবুর রহমান, প্রভাষক সুলতানা রাজিয়া আক্তার ও ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হাসনা হেনা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও দড়িচর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ।
উল্লেখ্য, ইউএনও তাপ্তি চাকমা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বদলি হয়েছেন ।