
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এ সময় উক্ত ইনস্টিটিউট এর সহকারী শিক্ষিকা ফারজানা জুঁই ও ভাষ্যকার কবি দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এসিল্যান্ড তানিয়া ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার সৈয়দ ডা. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রুহুল আমিন , অভিভাবক সদস্য মজিবুর রহমান, অত্র ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা হাসনা হেনা প্রমুখ । পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।