মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সারাদেশে ১(এক) কোটি চারা রোপণের অংশ হিসেবে হোমনা উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ফলদ, বনজ ও ওষধি গাছ লাগানো হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরেস্টার ফজলে রাব্বি সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।