মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সারাদেশে ১(এক) কোটি চারা রোপণের অংশ হিসেবে হোমনা উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ফলদ, বনজ ও ওষধি গাছ লাগানো হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরেস্টার ফজলে রাব্বি সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।