
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের ভয়াবহতা রোধে সাধারণ জনগণকে সচেতন করার জন্য পৌরসভাসহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা । সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন। তিনি সাধারণ জনগণের কল্যাণের জন্য দিনরাত অবিরাম ছুটে চলছেন । দিনরাত পরিশ্রম করে মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝানোর চেষ্টা করে করছেন । দিন যত এগিয়ে আসছে করোনার সংক্রমণ ততই বাড়ছে । তাই সচেতন না হলে ভয়াবহ রূপ ধারণ করবে, তখন চেষ্টা করেও রোধ করা যাবে না ।
জানা গেছে, করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝানো, ভয়াবহতা রোধে জনগণকে সচেতন করা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রোধে বিভিন্ন বাজারে অভিযান অব্হোত রয়েছে ।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, করোনা সংক্রমণ ও ভয়াবহতা রোধে জনগণকে সচেতন করা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রোধে বিভিন্ন বাজার পরিদর্শন করা হয় এবং তা অব্যাহত থাকবে ।