আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ করা হয়ছে । রবিবার উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা পরিষদ মাঠে ভাষানিয়া ইউনিয়নের এক কৃষাণীকে ৯০০০০ টাকা ভর্তুকি মূ্ল্যে ধান কাটার মেশিন প্রদান করা হয় ।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, চলতি মৌসুমে ঘাগুটিয়া ইউনিয়নের এক কৃষককে একটি কম্বাইন্ড হারভেস্টার ১৪ লক্ষ টাকা ভর্তুকি মূল্যে প্রদান করা হয়েছে ।