মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত (১৬-১১ গ্রেডভুক্ত) কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তন ও পদোন্নতির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) হোমনা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
জানা গেছে, দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার ১৫ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত এই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের সিএ মো. মোশারফ হোসেন, অফিস সহকারী মো. জাকির হোসেন সরকার ও হিসাব সহকারী মো. আবু জাহের , সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নাজির মোস্তফা কামাল, কম্পিউটার অপারেটর মো. শাহাদাত হোসেন প্রমুখ কর্মবিরতিতে অংশগ্রহণ করেন ।