
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহবুবুর রহমানসহ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার ডা. মাহবুবুর রহমানসহ উপজেলার ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
ডা. মাহবুবুর রহমান হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতী সন্তান মরহুম নুরুল ইসলাম বি.কম মাস্টারের পুত্র। তিনি করোনাকালীন সাহসিকতার সাথে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে রোগীদের স্যাম্পল কালেকশন করেছেন এবং নিয়মিত করোনা রোগীর চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
ডা. মাহবুবুর রহমান জানান, বর্তমানে তার শরীরে ডায়েরিয়ার লক্ষণ দেখা দিয়েছে।তবে তিনি স্বাস্থ্যবিধি মেনে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরো জানান, আমি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে আবারো হোমনাবাসীর সেবা করতে চাই। তাই আমি যেন দ্রুত সুস্থ হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।