
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করেনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন । আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠির মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহাম্মদ জাকির,ইউপি চেয়ারম্যান মো.মফিজুল ইসলাম গনি ও ইউপি সদস্যগণসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনা ভাইরাস এর ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে এর প্রতিরোধে সকল কার্যক্রম এর পাশাপাশি জনসচেতনাতার সৃষ্টির লক্ষে হ্যান্ড মাইক ব্যবহার করে বাজারে সমাগম না হওয়া এবং সরকারি আইন মেনে চলার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জনগণের উদ্দেশে বলেন, আপনারা সরকারি নির্দেশ হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলে মাস্ক, হ্যান্ডওয়াশ অথবা সাবান ব্যবহার করুন এবং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাবেন না ।