
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় উপজেলা আ’লীগ সদস্য,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুর রহমান খন্দকার ও তার দুই ছেলেকে পুলিশের কাজে সহায়তা করায় মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসীরা । গতকাল বুধবার মোবাইল নাম্বার ০১৮৪৩২১৭৮৯৩ ও ০১৮২৩৬১৭৭৪২ হতে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে । এ ব্যাপারে বুধবার রাতে হোমনা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে ।
মাহবুবুর রহমান খন্দকার বলেন, আমি এলাকার সচেতন নাগরিক হিসেবে পুলিশের কাজে সহায়তা করে থাকি । কিন্তু ৮-৭-২০ বুধবার বিকাল আনুমানিক ৪.৩০ মিনিটে মোবাইল নাম্বার ০১৮৪৩২১৭৮৯৩ এবং সন্ধ্যা ৭.৩৪ মিনিটে মোবাইল নাম্বার ০১৮২৩৬১৭৭৪২ হতে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭২০৯৮৫২৪৫ তে কল করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাকে জানায় পুলিশের কাজে সহায়তা করার কারণে আমাকে এবং আমার পুত্র খন্দকার মেহেদী হাসান মিশু ও মিঠু খন্দকারকে ২৪ ঘন্টার মধ্যে অপহরণ করে প্রাণে হত্যার হুমকি প্রদান করে ।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বলেন, এ ব্যাপারে বুধবার রাতে হোমনা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে । প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে ।