
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ ( হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদা বেগম। বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন । হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূঁইয়ার সঞ্চালনায় সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার, মো. নজরুল ইসলাম ও সোহাগ ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গাজী মো. ইলিয়াস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম , পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ আ’লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । পরে বিভিন্ন গ্রুপে ৫০ টি ইভেন্টে মোট ১৫০ টি পুরস্কার প্রদান করা হয়।