মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
“গ্রাম হবে শহর,আসছে আলোর প্রহর” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ -এর উদ্যোগে হোমনা উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ চালিত সড়কবাতি। রাতের বেলায় সোলার লাইটের আলোয় আলোকিত হচ্ছে উপজেলার গ্রামীণ জনপদ। দৃষ্টিনন্দন এ সৌরবাতি শোভা বৃদ্ধি করেছে বাজার , রাস্তার মোড় ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোর। ফলে হোমনায় তুলনামূলকভাবে চুরি,ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা অনেকটাই কমে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় মনোনীত সোলারেন কোম্পানী ২০১৮-১৯ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌর সভা ও ৯টি ইউনিয়নের হাট- বাজার, হাসপাতাল-ক্লিনিক,গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে এ সোলারবাতি বসানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাহিদ আহাম্মেদ জাকির জানান, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ -এর পরামর্শে টিআর-কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ১০ কোটি ৪৩ লাখ ৯ হাজার ৮০ টাকা ব্যয়ে ৩৪৯টি হোমসোলার ও ৮৪ টি পয়েন্টে সৌর বিদ্যুত চালিত স্ট্রিট লাইট লাগানো হয়েছে। উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন পয়েন্টে স্টিলের পোলে বিশেষ ধরণের সোলার বাতি বসানো প্রক্রিয়াধীন আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন যেখানে মানুষের চলাচল রয়েছে এ রকম গুরুত্বপূর্ণ স্থানে স্টীলের বিশেষ ধরনের সোলার পোলে সৌর বিদ্যুতের এ সড়কবাতি বসানো হয়েছে। প্রকল্পটি আরো বাড়ানোর প্রক্রিয়া চলছে ।