
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যানজট নিরসন ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে সতর্ক সংকেত স্ট্যাণ্ড স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হোমনা চৌরাস্তা মোড়ে ইউএনও তাপ্তি চাকমা ‘সামনে পার্কিং নিষেধ’ সর্তক সংকেত চারটি স্ট্যাণ্ড স্থাপন করেন।
উপজেলার চৌরাস্তা মোড়, হাসপাতাল রোড, পুরাতন বাসস্ট্যাণ্ড মোড়ে অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিদিন দীর্ঘ যানজট ও ছোট বড় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। সড়কের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জহিরুল হক,পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।