
মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >>
“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় মিনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল ১১টার দিকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় । হোমনা মডেল, হোমনা আদর্শ ও হোমনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিউলিপ কিন্ডার গার্টেনসহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মো. জহিরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, সোহাগ ভট্টাচার্য, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবীর, মনিরুজ্জামান, শান্তি রঞ্জন সূত্রধর এ সময় উপস্থিত ছিলেন । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।