মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি >>
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্য কুমিল্লার হোমনায় মশক নিধন ও পরিচ্ছন্নতা উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্হ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খানের সভাপতিত্ববে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শাহাদাত হোসেন, আরএমও ডা. মো. শহীদ উল্লাহ, মেডিকেল অফিসার ডা. মো. জামাল হোসেন ও ডা. শাহিদা সিকদার, মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান, পৌর কাউন্সিলর মো. আবদুল বাতেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংবাদিক মো. কামাল হোসেন, স্বাস্হ্য পরিদর্শক মো. আবু তাহের, সিএইচসিপি মো. মাসুদুর রহমান প্রমুখ।
ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যাের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরগন, সাংবাদিক, স্বাস্হ্য কমপ্লেক্সের নার্স, সিএইচসিপি ও মাঠকর্মীবৃন্দ।