
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচজন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে । সংবর্ধনা প্রাপ্তরা নারীরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অজর্নকারী নাছিমা আক্তার, শিক্ষাও চাকরি ক্ষেত্রে নাছরিন আক্তার সুমি, সফল জননী মনোয়ারা বেগম,সামাজিক উন্নয়নে বদান রাখায় পারুল আক্তার ও নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী আনোয়ারা বেগম ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম ,থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, সাংবাদিক মো.কামাল হোসেন, প্রভাষক রেহেনা বেগম, সহকারী প্রধান শিক্ষক আমেনা আক্তার ও শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রমুখ ।