
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
আজ থেকে ১৪০০ বছর পূর্বে মানবজাতির মানবতার মুক্তির দূত মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল ও নবী এবং আখেরী নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে একই দিনে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমে পরলোকগমন করেন। ৪০ বছর বয়সে তিনি নবুয়্যত লাভ করেন। মহান স্রষ্টা উনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। আইয়ামে জাহেলিয়াতের যুগে অন্ধকার দূর করে সমাজকে আলোকিত করে বিশ্বের মানবজাতির হেদায়েতের জন্য তাওহীদের বাণী প্রচারের জন্য। কুমিল্লার হোমনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বর্ণাঢ্য জশনে জুলুছে ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জশনে জুলুছটি বেলা ১১ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল গাড়ি বহর নিয়ে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এতে শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন। উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়াত ও গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা মুফতি আবদুস সাত্তার ভূঁইয়া আল ক্বাদেরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন শামী,মাওলানা আবদুল মালেক, মাওলানা আবদুস সালাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মিজানুর রহমান,মাওলানা শফিকুল ইসলামসহ আহলে সুন্নত ওয়াল জামায়াত ও গাউছিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।