
মো. ইব্রাহিম খলিল, হোমনা,কুমিল্লা >>
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধক হেল্প ডেস্ক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ডেঙ্গু প্রতিরোধে ‘মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে হোমনা বাস স্ট্যান্ডে ‘ ডেঙ্গু হেল্প ডেস্ক সেন্টার’ উদ্বোধন করেন ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, ঢাকা- হোমনা সুপার সার্ভিস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম উজ্জল, হোমনা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিদ হাসান দাদন, স্কাউট সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ডেঙ্গু হেল্প ডেস্কের প্রধান কাজ ঈদ মুখো বাস যাত্রীরা ডেঙ্গু রোগে আক্রান্ত কিনা তার তালিকা তৈরি করে হাসপাতালে পাঠানো এবং বাসে ডেঙ্গু স্প্রে ব্যবহার নিশ্চিত করা। এ টিম পর্যায় ক্রমে সকাল ৮ টা থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।