
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার হোমনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্, ইউপি চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবীর, পৌর আওয়ামীলীগের সভাপতি আনেয়ার হোসেন বাবুল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাবেক বিআরডিবির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার, হোমনা ডিগ্রি কলেজের প্রভাষক ইকবাল হোসেন সজিব, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ভূঁইয়া, সাংবাদিক কামাল হোসেন, হোমনা কফিলউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।