
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এক বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প বিষয়ক মহড়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
র্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা ফায়ার সার্ভিসের একদল চৌকস বাহিনী কর্তৃক অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক মহড়ায় এসে মিলিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।