
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা আইনুদ্দিনকে ১৫ হাজার ও বরের দুলাভাই রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিজতোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। তিনি জানান, ওই গ্রামের আইনুদ্দিন হোসেন তার নবম শ্রেণিতে পড়ুয়া কণ্যাকে গত ২৪ নভেম্বর জেলার সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে বাল্যবিবাহ দিয়েছেন। বৃহস্পতিবার ওই বিবাহের অনুষ্ঠান হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১৫ হাজার টাকা ও সহযোগিতার অপরাধে ছেলের দুলাভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবা এ সময় ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না বলে মুচলেকা দেন।