
এমডি পরশ ভূঁইয়া : ”তুমি নিরাপদ তো প্রজম্ম নিরাপদ” এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন বাসমাহ ফাউন্ডেশনের মহা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেনের উদ্যোগে সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে স্যানিটেশন ন্যাপকিন প্রদান করা হয়েছে।
সোনারগাঁও বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রেজাউল হক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, হারুন অর রশিদ মেম্বার ও বাসমার মহাসচিব তুহিন মাহমুদসহ প্রতিষ্ঠানটির শিক্ষিক ও শিক্ষার্থীরা।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদ হাসান জিন্নাহ বলেন, পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হলে মেধাবী হতে হবে, আর মেধাবী হতে হলে স্বাস্থ্য সচেতন হতে হবে। শরীর ও স্বাস্থ্য ভাল থাকলে মন ভাল থাকে, আর মন ভাল থাকলে লেখাপড়ায় মনোযোগ বাড়ে। লেখাপড়ার মনোযোগ বাড়লে তুমি একজন মেধাবী হতে পারবে। রবিবার সকালে সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের সোনারগাঁও বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণকালে সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ এসব কথা বলেন।