
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি : দিন যতই যাচ্ছে ততই গাইবান্ধা জেলা ঝুঁকিপূর্ণ হচ্ছে। তার পরেও করোনা ভাইরাসকে ভয় করছেন না সাধারণ জনগণ । জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ প্রশাসন কোভিড ১৯ সচেতনতা বৃদ্ধির জন্য মাঠে ময়দানে সতর্ক বাণী পৌঁছে দিলেও স্বাস্থবিধি ও দূরত্ব বজায় রাখার বিষয় মানছেন না সাধারণ জনগণ । দিন দিন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেলেও জনগণ আরো বেপরোয়া হয়ে চলাচল করছেন । আজ বুধবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার নামক স্থানের পরিবেশ দেখে মনে হয় সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির বালাই নেই ।