
শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজিমন ইউনিয়নের কে-কৈ কাশদহ গ্রামে একটি রাষ্ট্র বিরোধী চক্র দীর্ঘ দিন ধরে সরকারি লেবেল স্ট্যাম্প জালিয়াতি করে বাজারজাত করে আসছে । চক্রটি সিগারেটের সরকারি লেবেল স্ট্যাম্প, জাল করে সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চলছে । এই চক্রটি সিগারেটের সরকারি লেবেল স্ট্যাম্পের মত হুবহু প্রেসের মাধ্যমে ছাপিয়ে সীমিত টাকায় পৌছে দিচ্ছেন সিগারেট কোম্পানির নিকট । একটি সূত্রে জানা যায়, এই চক্রটির সঙ্গে একটি প্রভাবশালী মহল কাজ করে থাকেন । গোপন সংবাদের ভিত্তিতে গত সপ্তাহে উপজেলার কে-কৈ কাশদহ গ্রামে বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী উপস্থিত হয়ে স্থানীয় কয়েক জন এলাকাবাসীর সঙ্গে কথা হলে, চক্রটির সঙ্গে জড়িত থাকা কয়েক জন ব্যক্তির নাম বেরিয়ে আসে। এরা হলেন- আলমগীর হোসেন, লাবলু মিয়া, আতোয়ার রহমান, রন্জু মিয়াসহ আরো অনেকে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী ওই চক্রের এক সদস্য আলমগীর হোসেনের সঙ্গে সাংবাদিকদের কথা হলে তিনি, পুলিশ, প্রশাসন, সাংবাদিকসহ ইনকাম ট্যাক্সের কর্মকর্তাদের তোয়াক্কা না করে তিনি বলেন, তারা তাদের বাপ দাদার আমল থেকে এই ব্যবসা করে আসছেন । মাঝে মাঝে তাদের ব্যবসায় প্রশাসিক বাধা আসে কিন্তু অবৈধ মালসহ হাতে নাতে ধরা পড়লে ১০/২০ হাজার টাকা দিলেই আর তাদের বিরুদ্ধে মামলা হয় না বলে জানিয়েছেন তিনি । সচেতন মহলের প্রশ্ন, উপজেলার কে-কৈ কাশদহ গ্রামে মাঝে মাঝে পুলিশ আসতে দেখা গেলেও কেনো তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় না ?
এবিষয়ে পাইবান্ধা জেলা ডিবির ওসির সঙ্গে কথা হলে, তিনি জানান, এমন ধরনের অভিযোগ তাদের নিকট নেই । পরবর্তী বিষয়টি, পাইবান্ধা জেলা পুলিশ সুপার তোহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি । এবিষয়টি নিয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, বর্তমানে তিনি এ থানায় নতুন বিধায় কিছু জানেন না। বিষয়টি তার এখন জানা হলো, এখন তিনি ওই রাষ্ট্র বিরোধী চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ।