মো. আানিছুল করিম, বিশেষ প্রতিনিধি, গাইবান্ধা >>

“মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” এ স্লোগানকে সামনে রেখে, বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘মীনা দিবস’ উদযাপিত হয়েছে ।শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের পাশাপাশি বাল্য বিয়ে বন্ধ, মেয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠা, শিশুশ্রম রোধ ইত্যাদি বিষয়ে জনসচেতনকা সৃষ্টিতে ‘মীনা’ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মীনা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত র্যালী, , যেমন খুশি তেমন সাঁজো ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মিনার সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিসার এ.কে.এম. হারুন-উর-রশিদ’র সভাপতিত্বে মীনা দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তৃতা দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পরিমল চন্দ্র বর্মন, আশিকুর রহমান, শহীদুল্লাহ, বিপ্লব হাসান মদিনা ও স্থানীয় সমাজ সেবক এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল প্রমূখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় । অনুষ্ঠানে মীনা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন,যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।