মো: আনিছুল করিম,গাইবান্ধা জেলা,বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের মৃত স্বপন চন্দ্র বর্মণ (জুনিয়র অফিসার, ফিল্ড) এর স্ত্রী ও মেয়ের হাতে অনুদানের টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী।অনুদানের চেক বিতরণের সময় উপন্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক আল-মামুন-উর-রহমান,কম্পিউটার অপারেটর মো:সাখোয়াত হোসেন,মাঠ সহকারী লিটন চন্দ্র বর্মণ প্রমুখ।
মৃত স্বপন চন্দ্র বর্মন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার (প্রাক্তন মাঠ সংগঠক ) পদে কর্মরত থাকা অবস্থায় ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে ১৬.০৫.২০১৯ খ্রিস্টাব্দ তারিখে মৃত্যুবরণ করেন।চাকুরীর পরিপত্রের নির্দেশনার আলোকে স্বপন চন্দ্র বর্মন এর অনুকূলে ৭ বছর ৭ মাস ২১ দিন কর্মকালের আনুপাতিক হারে ২,৭৬,৩৯৯/=(দুই লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত নিরানব্বই ) টাকা আর্থিক সাহায্য আবাআখা প্রকল্প থেকে মঞ্জুর করা হয়। আবাআখা প্রকল্পের ডিপিপির বিশেষ অনুদান-৩৬৩১১০৭ খাত হতে এ ব্যয় নির্বাহ করা হয়।
এ ছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের অনুষ্ঠিত ৪৩ তম সভায় মৃত স্বপন চন্দ্র বর্মন এর সন্তানাদির নামে ২ লক্ষ টাকার একটি এফডিআর করে দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।