ক্রাইম পেট্রোল ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানা হিসেবে বিশেষ পুরস্কার পেলেন পাহাড়তলী থানার ওসি মো. মাঈনুর রহমান।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জুন’২০২০ মাসে সিএমপি’তে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ থানা হিসেবে তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
ওসি মো. মাঈনুর রহমান জানান, আমাকে সিএমপিতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং পাহাড়তলী থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করায় আমি মাননীয় পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার(অপরাধ) ও উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) মহোদয়কে ধন্যবাদ জানাই। পাশাপাশি কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি আমার কাজের গতি আরো বৃদ্ধি করবে।