
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাড়ীর আঙ্গিনা ও টবসহ দেশের এক ইঞ্চি খালি জায়গাও আবাদের বাইরে না রেখে উৎপাদন বাড়ানোর জোরালো তাগিদ দিয়েছেন কৃষি বিভাগকে।এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের অথার্য়নে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের মাঝে হাই ব্রীড জাতের চাল কুমড়া, চিচিঙ্গা,ধুন্দল,লাল শাক,কলমী ও ডাটা বীজ ৪০৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।আজ বুধবার (২৯ এপ্রিল)১২ টায় উপজেলা কৃষি অফিস থেকে সামাজিক দুরত্ব মেনে কৃষকের মাঝে এ সব্জি বীজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রতন মিয়া,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।