
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার ও শিমলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাাহী ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন আহমদ।এতে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুকুল,বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত সদস্যরা ও সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম, পুলিশ সদস্য, বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ,সদস্য কামরুল হাসানসহ অন্যান্য সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় শিমলা বাজারের গিরিধারী বস্ত্রালয়-২ হাজার টাকা,নাছির উদ্দিনের কাপড়ের দোকান-১ হাজার টাকা,আনন্দ বেকারী এ্যান্ড কনফেকশনারী-১হাজার টাকা,মেসার্স কাকলী বস্ত্রাালয়-২হাজার,মাস্ক ব্যাবহার না করায় বিকাশের ডিএসএ রান্টু মিয়ার-১হাজার,আরামনগর বাজারের বাবুল চন্দ্র সাহার কাপড়ের দোকান-১হাজার টাকা,মোনাজুল হোসেনের কাপড়ের দোকান-২হাজার টাকা,আব্দুল মালেক এর ভাই ভাই বস্ত্রালয়-২হাজার টাকা,আমজাদের কসমেটিক দোকান ৫’শ টাকা,আব্দুল মান্নানের কাপড়ের দোকানে-১হাজার টাকা,জহুরুলের নিকট থেকে ৫’শ টাকা,সুলতান আহম্মেদের কসমেটিকস ৫’শ টাকা,মুলবাড়ী বেপারী পাড়ার আব্দুস সালাম ১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।