
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পার্শ্ব থেকে জীবিত নবজাতক ছেলে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর ৬ টার দিকে উপজেলার পিংনা দক্ষিণ পাড়া গ্রামের ঢাকা- টাঙ্গাইল সড়কের পার্শ্ব থেকে উদ্ধার করেন আবুল হোসেন হাজী নামে ব্যক্তি।
স্থানীয় ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা দক্ষিণ পাড়া গ্রামের আলহাজ্ব আবুল হোসেন ফজর নামাজ শেষে নিজ বাড়ী ফিরছিলেন।পথিমধ্যে পিংনা দক্ষিণ পাড়া গ্রামের ঢাকা-টাঙ্গাইল সড়কের পার্শ্বে অজ্ঞাত পরিচয় লোকের রেখে যাওয়া এক নবজাতককে দেখতে পান।পরে স্থানীয় লোকজন খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় জমায়। নবজাতকটিকে পিংনা দক্ষিণ পাড়া গ্রামের আবুল হোসেন এর ছেলে আব্দুল জলিল এর স্ত্রী পূর্ণিমা বেগম নবজাতকটিকে রাস্তার পার্শ্ব থেকে কুডিয়ে নিয়ে লালন পালন করছেন।নবজাতকটি সুস্থ থাকলেও তার চোখ ফোটেনি। নবজাতকটির নাম রাখা হয়েছে আব্দুল্লাহ ওয়াহিদ আলীফ। নবজাতকটিকে দেখতে হাজার হাজার উৎসুক জনতার ভীড় লক্ষ করা গেছে। নবজাকটি পেয়ে খুশি পূর্নিমা বেগম।
জানতে চাইলে প্রত্যক্ষদর্শৗ ও নবজাতকের পালিতা পরিবারের আবুল হোসেন বলেন, নবজাতকটিকে রাস্তার পার্শ্ব থেকে তুলে এনে আমার পুত্রবধূ নতুন কাপড় চোপড়সহ দেখভাল করছে। নবজাতকটির নাম রেখেছি আব্দুল্লাহ ওয়াহিদ আলীফ।তিনি আরও বলেন, সে সুস্থ আছে, কিন্ত তার চোখ ফোটেনি।
এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর জানান,শুনেছি রাস্তার পার্শ্ব থেকে এক ছেলে নবজাতক উদ্বার করেছে এক ব্যক্তি।তিনি আরও বলেন,নবজাতকটি সম্বন্ধে বিস্তরিত জানিনা।