
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
“জীবনকে ভালোবাসুন,মাদক থেকে দূরে থাকুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সরিষাবাড়ী আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষাথীরা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,সুরক্ষা ও সেবা বিভাগ,স্বররাষ্ট্র মন্ত্রাণালয় এর তত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ও সরিষাবাড়ী আর ডি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বক্তব্য রাখেন।