
তৌকির আহাম্ম্দে হাসু সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রবাসী ও ঢাকা ফেরতদের ১৪ দিনের হোম কোয়েরেন্টাইনে থাকতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন মাইকিং প্রচারাভিযান অব্যাহত রেখেছেন।শনিবার (২৮ মার্চ) বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবসহ পৌরসভার বিভিন্ন এলাকায় এ মাইকিং করতে দেখা গেছে।
সরিষাবাড়ী পৌর সভা সূত্রে জানা গেছে, চলমান করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক জন সচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং,লিফলেট বিতরণ,জীবাণুনাশক পানি ছিটানো এবং প্রবাসী কিংবা ঢাকা থেকে আগতদের খোঁজখবর নিয়ে তাদের ১৪ দিন হোম কোয়েরেন্টিন কার্যক্রম নিশ্চিতকরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র।এ দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়ের(স্বাস্থ্য সেবা বিভাগ)এর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গণসচেতনতা,পর্যবেক্ষণ ও গৃহীত কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে সরিষাবাড়ী পৌরসভা কার্য়ালয়ে। যাহা সার্বক্ষণিক-মেয়র-০১৭৯৪২৮২৩০২,০১৭১৬-১৩৫২২৮ যে কোন তথ্য জানাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন।