
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী খাদ্য বিভাগের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। তথ্য প্রতি মন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এর নির্দেশনায় আজসোমবার সকাল ১১টায় স্থানীয় সরবরাহ কেন্দ্রে লটারি বিজয়ী ২ হাজার ৩’শ কৃষকদের নিকট থেকে সরাসরি অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।
আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,স্থানীয় সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ রউফ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,সমাজ সেবক রাজু আহমেদ,উপজেলা যুবলীগের সদস্য সামিউল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষকদের নিকট থেকে প্রতি মন ১ হাজার ৪০ টাকা দরে ১ হাজার ৫’শ ৮১ মেঃ টন ধান সরকারিভাবে ক্রয় করা হবে বলে উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।