
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন যুবলীগের উদ্দ্যেগে “করোনা নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকুন” প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শ্লোগান সম্বলিত জন সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।আজ রোববার উপজেলার পিংনা সুজাত আলী অনার্স কলেজ ও পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে এ লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন পিংনা সুজাত আলী অর্নাস কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান,সহকারী অধ্যাপক আল মামুন,উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান,পিংনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল প্রমুখ।