তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ স্বৈরচার বিরোধী আন্দোলনে নির্যাতিত ও বার বার কারাবরণকারী সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ,বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন জনবান্ধব,মানবিক হিসেবে পরিচিত এলাকার মানুষের কাছে। তিনি বিভিন্ন সময় অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যার্থে পাশে দাঁড়ান।এরই ধারাবাহিকতায় এবার সংসার পরিচালনা করতে গিয়ে নানা প্রতিকুলতায় ঋণ শোধ করতে ব্যর্থ ঋণের বোঝায় হতাশায় দিনাতিপাত করছিলেন এক কৃষক আজিজল শেখ। নিরূপায় হয়ে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিনের দ্বারস্থ হয়ে ক্ষোভে কান্নায় ভেঙ্গে পড়ে ব্যক্ত করেন কৃষক আজিজুল শেখ তার হতাশার কথা। কৃষকের কথা শুনে তিনি সম্প্রতি সরিষাবাড়ী পৌর সভার বাউসী দক্ষিণ পাড়া গ্রামের মৃত কাইঞ্চা শেখের ছেলে আজিজল শেখকে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন তার নিজস্ব ৩৮ শতাংশ ভূমি দিয়েছেন। ওই জমি বন্ধক দিয়ে সে অর্থে আজিজল শেখ এখন ঋণমুক্ত হয়েছেন।
আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের এমন মানবিক আচরণে মুগ্ধ হয়ে আজ বুধবার সকালে জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার বাউসী দক্ষিণ পাড়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় যোগ দিতে এলে এলাকার অনান্য কৃষকগণকে সাথে নিয়ে ঋণমুক্ত কৃষক আজিজুল শেখ আওয়ামী লীগ নেতাকে সাধুবাদ জানাতে উপস্থিত হন। অনান্য কৃষকগণ সহ স্থানীয় এলাকাবাসী মনির উদ্দিনের প্রতি সন্তুষ প্রকাশ করেন।
এ সময় অনান্যদের মধ্যে পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও আলহাজ জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের অর্থ সম্পাদক দোলোয়ার হোসেন,৮নংওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ রানা,পৌর জয় পরিষদের সভাপতি ফয়েজুর রহমান,পৌর আওয়ামী লীগের সদস্য মোক্তার হোসেন মুক্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।