
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য সচেতনতামূলক ভ্রাম্যমাণ প্রচার অভিযান নাটক পরীর বাঁশি গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে,সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন চত্বর প্রেস ক্লাব মাঠ, জামালপুর সদর উপজেলার বেলটিয়া টিউবওয়েল পাড়, বাস স্ট্যান্ড, জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।এতে অভিনয় করেন, মুক্তা আহমেদ, বাহাউদ্দিন, রবিউল ইসলাম রাসেল, ভুট্টো, কবির, তানিয়া, সুজন, জনি, ফেরদৌস প্রমুখ। পরীর বাঁশি নাটকটি রচনায় ছিলেন সৈয়দ আওলাদ, নির্দেশনায় ছিলেন মুক্তা আহমেদ, জামালপুরের অমৃত থিয়েটারের পরিবেশনায় নাটক পরীর বাঁশি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। নাটকটিতে তামাকের কুফল, অতিরিক্ত লবণ সেবনের কুফল ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের বিষয়ে সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।