
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরে সরিষাবাড়ীতে আলু বিক্রি করে বাড়ীতে ফেরার পথে ষাটোর্ধ এক বৃদ্ধের আকষ্মিক মৃত্যু হয়েছে ।আজ শুক্রবার সকাল এগারটার দিকে ভাটার বাজারে খাজনা আদায়কারীর সাথে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বৃদ্ধ উত্তেজিত হলেএ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মৃতের নিকটতম আত্মীয় সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম(৬৭) সকালে ভাটারা বাজারে গোল আলু বিক্রি করে । বিক্রির পর খাজনা নিয়ে আদায়কারী লাভলুর সাথে তর্ক- বির্তক হয় ।এতে নুরুলইসলাম খাজানা আদায়কারী লাভলুকে দেখে নেয়ার হুমকি দিয়ে তার লোকজন ডেকে আনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কয়েক গজ রাস্তা অতিক্রম করার এক পর্যায়ে মাটিতে লুটে পড়ে এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয় । তার এই মৃত্যু নিয়ে নানামুখী গুঞ্জন থাকায় স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানের পরামর্শে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে।এখনও কোন মামলা হয়নি।