আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
দীর্ঘ ২৫ বছর যাবত সুনাম ও সফলতার সাথে কাজ করে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষ প্রেমিদের কাছে খুবই জনপ্রিয় উঠে উঠেছে ডোমার উপজেলার চিলাহাটি গোসাইগঞ্জ এলাকার ব্র্যাক নার্সারী।
পরিবেশবান্ধব বৈচিত্র্যময় সব গাছের সম্ভার নিয়ে, ৫৪ একর জমিতে হাজারো প্রকার ফলদ, বনজ, ঔষধিসহ নানা প্রজাতির ফুল গাছের চারা উৎপাদন করে বাণিজ্যিকভাবে পরিচালনা করে আসছে বিগত ২০০০ সাল থেকে। গাছের চারা রোপন, উৎপাদন, পরিচর্যা এবং বাজার জাত করার জন্য সেখানে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন শ্রমিক কাজ করছে।
কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের বিভিন্ন জেলার ব্র্যাকের ১৫টি নার্সারী রয়েছে। তার মধ্যে এই নার্সারীটি সবচেয়ে বেশি বড়, গাছের গুণগত মান নির্ণয় এবং পরীক্ষা- নিরীক্ষা করে সেটি তুলে দেয়া হয় বৃক্ষ প্রেমিদের হাতে। এতে করে প্র’তারণার হাত থেকে পরিত্রাণ পেয়েছে এলাকার বিভিন্ন জেলা থেকে আসা হাজারো গ্রাহক। বিশেষ করে এই মৌসুমে চাহিদা বেড়েছে মালটা, আম, লিচু, পেঁপে, পেয়ারা ও লটকন গাছের চারার। প্রতিদিন ট্রাকে করে গাছের চারা রফতানি করছে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। সার্বক্ষণিক তরারকি করছে ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং কৃষিবিদসহ অন্যান্য কর্মকর্তগণ। শতভাগ গুণগত মান সম্পন্ন চারা নিশ্চিতকরণে প্রতিদিন বেড়েই চলেছে এই ব্র্যাক নার্সারীর চাহিদা।
নার্সারী ম্যানেজার কৃষিবিদ আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ব্র্যাক নার্সারী বিশেষ ভূমিকা রাখছে। গুণগত মান সম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে গ্রাহকের চাহিদা মিটাতে আমরা বিগত ২৫ বছর যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’