
Rule- 82 : কোনো বাংলা বাক্যে কর্তার কোনোকিছু করতে হয়েছিল, বলতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ had to+ মূল verb এর present form+ Ext.
যেমন :
আমার গতকাল ঢাকা যেতে হয়েছিল- I had to go to Dhaka yesterday.
সে আমাকে নিমন্ত্রণ করতে হয়েছিল- He had to invite me.
Rule- 83 : কোনো বাংলা বাক্যে কর্তার কোনোকিছু করতে হয়নি, বলতে হয় নি, যেতে হয় নি, খেতে হয় নি এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ had not to+ মূল verb এর present form+ Ext.
Or, গঠন : Sub.+ did not+ have to+ মূল verb এর present form+Ext.
যেমন :
আমার গতকাল ঢাকা যেতে হয় নি- I had not to go to Dhaka yesterday.
Or, I did not have to go to Dhaka yesterday.
সে আমাকে নিমন্ত্রণ করতে হয় নি- He had not to invite me.
Or, He did not have to invite me.
Rule- 84 : কোনো বাংলা বাক্যে কর্তার. কি কোনোকিছু করতে হয়েছিল? বলতে হয়েছিল? যেতে হয়েছিল? খেতে হয়েছিল? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Had + sub.+ to+ মূল verb এর present form+ Ext.+?
Or, Did + sub.+ have to+মূল verb এর present form+Ext.+?
যেমন :
আপনার কি তার জন্য অপেক্ষা করতে হয়েছিল?- Had you to wait for him?
Or, Did you have to wait for him?
তার কি গত মাসে ঢাকা যেতে হয়েছিল?- Had he to go to Dhaka last month?
Or, Did he have to go to Dhaka last month?
Rule- 85 : কোনো বাংলা বাক্যে কর্তার কি কোনোকিছু করতে হয়নি? বলতে হয় নি? যেতে হয় নি? খেতে হয় নি? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Had + sub.+ not to+ মূল verb এর present form+ Ext.+?
Or, গঠন : Did + sub.+ not have to+ মূল verb এর present form+Ext.+?
যেমন :
আমার কি গতকাল ঢাকা যেতে হয় নি? Had I not to go to Dhaka yesterday?
Or, Did I not have to go to Dhaka yesterday?
সে কি আমাকে নিমন্ত্রণ করতে হয় নি? Had he not to invite me?
Or, Did he not have to invite me?