Rule – 1: কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করে ,বলে ,যায়, খায় ইত্যাদি মূল ক্রিয়া যুক্ত থাকলে Present Indefinite Tense হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ:
গঠন : Sub.+ মূল verb এর present form+ Ext (বাকী অংশ).
যেমন- আমি ভাত খাই – I eat rice.
Note : এক্ষেত্রে Subject 3rd person singular number হলে মূল verb এর শেষে ‘s’ বা `es’ যোগ করতে হয়।
যেমন- সে ভাত খায় – He eats rice.
এখন ‘s’ বা ‘es’ কোথায় যোগ করতে হবে নিম্নে তা দেখানো হলো।কোনো verb এর বানানে শেষের অক্ষর o,ch, s, ss, sh, x এবং z থাকলে ‘es’ যোগ করতে হবে।আর যদি verb এর শেষের অক্ষর y' এবং
‘ y’ এর আগের অক্ষর consonant (a,e,i,o,u) ছাড়া হয়, তবে ‘y’ এর পরিবর্তে ‘ies’ যোগ করতে হবে।উল্লেখিত দু’টি নিয়ম ছাড়া অন্য সকল ক্ষেত্রে ‘s’ যোগ করতে হবে।
বি.দ্র: প্রতিটি অনুচ্ছেদ নিয়মিত পড়ুন আর নিজে নিজে ইংরেজি শিখুন।